পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
<![CDATA[
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসীম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট দেভলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নিশিকান্ত চন্দ্র বর্মনের ছেলে।
পুলিশ জানায়, দুপুরে মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল শিশু অসীম। পরে শিশুটির ঘুম ভেঙে গেলে খেলার ছলে স্টিলের ট্রাংকের ওপরে থাকা মাল্টিপ্লাগে ফ্যান টুপিং লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশুটি। ঘুমের ঘোরে মা হাত বাড়িয়ে শিশুটিকে পাশে না পেয়ে বিছানা থেকে উঠে এলে তাকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখতে পায়। স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
দেবীগঞ্জ থানা পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন বলেন, শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এ দুর্ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
]]>