বাংলাদেশ

পঞ্চগড়ে মহাসড়ক দখল করে ট্রাক পার্কিং, বাড়ছে দুর্ঘটনা

<![CDATA[

পঞ্চগড়ের ব্যস্ততম ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল থাকলেও অধিকাংশ ট্রাক মহাসড়ক দখল করে রেখেছে। ফলে অহরহ ঘটছে সড়ক দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, সমস্যা সমাধানে সংশ্লিষ্টরা বারবার আশ্বাস দিলেও মিলছে না প্রতিকার। পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন বলছেন, দ্রুতই সমস্যার সমাধান করা হবে।

পঞ্চগড়-ঢাকা মহাসড়কে প্রতিদিনই বাড়ছে যানবাহনের চাপ। বাড়তি চাপে পড়া ব্যস্ত এ মহাসড়কটির দুপাশে অবৈধভাবে পার্কিং করা ট্রাক যাত্রীবাহী যান চলাচল ব্যাহত করছে। দুর্ভোগে ফেলছে পথচারীদের। ট্রাক টার্মিনালের বাইরে মহাসড়ক দখল করে ট্রাক পার্কিং করায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।

যাত্রীবাহী যান চালকরা বলছেন, মহাসড়কের দুপাশে ট্রাক পার্কিং করায় সরু হয়ে পড়েছে মহাসড়ক। ফলে তৈরি হচ্ছে জ্যাম, বাড়ছে দুর্ঘটনা।

বিভিন্ন জেলা থেকে আসা ট্রাকচালকরা বলছেন, টার্মিনালে জায়গা না পেয়ে তারা মহাসড়কের পাশেই ট্রাক রাখছেন।

স্থানীয় হাসিবুল ও আলতাফ সময় সংবাদকে বলেন , ‘ব্যস্ততম মহাসড়কের দুপাশে অবৈধভাবে ট্রাক পার্কিং যেন মরণফাঁদ তৈরি করেছে। গত এক মাসে এখানে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ছাড়া স্কুল শিক্ষার্থীরা রাস্তা পেরোতে গেলে ট্রাকগুলোর জন্য সামনে বা পেছন থেকে কোনো গাড়ি আসছে কি না, তা দেখতে পায় না। ফলে প্রতি মুহূর্তে থাকে দুর্ঘটনার আশঙ্কা। অতি দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আমাদের জোর দাবি।’

আরও পড়ুন: খিলক্ষেত-গাজীপুর মহাসড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৬৪-এর সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক আকবর আলী সময় সংবাদকে জানান, ট্রাক টার্মিনাল সম্প্রসারণ করার জন্য সংশ্লিষ্ট দফতরে একাধিকবার যোগাযোগ করে শুধু আশ্বাসই মিলেছে, সমাধান হয়নি। জায়গা না থাকায় রাস্তায় গাড়ি রাখতে হচ্ছে।

পঞ্চগড় ট্রাফিক পুলিশের টিআই কাজী কামরুল ইসলাম জানান, ট্রাক টার্মিনালে শৃঙ্খলা ফেরাতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

পঞ্চগড় পৌরসভা মেয়র জাকিয়া খাতুন সময় সংবাদকে বলেন, টার্মিনালের পাশে বাড়তি জমি অধিগ্রহণ করে দ্রুতই সমস্যার সমাধান করা হবে।

১৯৯৬ সালে পঞ্চগড় সদর উপজেলার কাগজিয়াপাড়া এলাকায় ৫০ শতক জমিতে টার্মিনাল নির্মাণ করা হলেও ২০০৮ সালে আরও এক একর জমি অধিগ্রহণ করে টার্মিনালের আয়তন বাড়ানো হয়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!