পটুয়াখালীতে গাঁজাসহ আটক ২
<![CDATA[
পটুয়াখালীর বাউফলে অভিনব পদ্ধতিতে কাঠের ওয়ারড্রবে আমদানি করা ৩৫ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ জানুয়ারি) সকালে বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কারখানা লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করে বাউফল থানা পুলিশ।
আটকরা হলেন- উপজেলার বিরপাশা গ্রামের মজিবুর রহমানের ছেলে শাকিল (২১) ও গাঁজা বহনকারী আটো ড্রাইভার আমিরাবাদ গ্রামের নজরুল ইসলাম ওরফে কুট্টি সরদারের ছেলে লিমন (২৫)।
আরও পড়ুন: থাইল্যান্ডে নিষিদ্ধ গাঁজা যেভাবে উঠে এলো রান্নাঘরে
ঢাকা থেকে ছেড়ে আসা পটুয়াখালীর লঞ্চ জামাল-৫ এ বিপুল পরিমাণ গাজার চালান বাউফলে আসার গোপন খবর পায় পুলিশ। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কারখানা লঞ্চঘাট এলাকা থেকে দুই বস্তায় মোট ৩৫ কেজি গাঁজা জব্দ করা হয়। একইসঙ্গে শাকিল ও গাঁজা বহনকারী অটো ড্রাইভার লিমনকে আটক করা হয়।
আরও পড়ুন: মালয়েশিয়ায় গাঁজা চাষের অভিযোগে তিন বাংলাদেশি আটক
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটকদের আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা ওই গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
]]>




