পটুয়াখালীতে ট্রাক চাপায় পথচারী নিহত
<![CDATA[
পটুয়াখালী সদর উপজেলার বদরপুরস্থ এলাকার ঢাকা-কুয়াকাটা মহাসড়কে নাঈম সিকদার (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে বদরপুর বাজারস্থ এলাকার সড়কের পাশ দিয়ে চার বন্ধু বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে একটি ধান বোঝাই ট্রাক ধাক্কা দিলে নাইম নামে একজন নিহত হয়। এ ছাড়া বাকি তিনজনের দুইজন লাফিয়ে বেঁচে গেলেও আরেক বন্ধু গুরুতর আহত হয়। আহত বন্ধুকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ইজিবাইকের ধাক্কায় আইনজীবীর মৃত্যু
জানা যায়, নিহত নাইম মৌকারণ গ্রামের আ. বারেক সিকদারের ছেলে।
সদর থানার এসআই ফয়সাল সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। তবে চালক বা তার সহকারী কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।
]]>




