পটুয়াখালীতে ধর্ষণের শিকার ৯ বছরের শিশু
<![CDATA[
পটুয়াখালীতে ছাব্বির গাজী (২২) নামে এক যুবকের বিরুদ্ধে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী সদর থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান এ তথ্য জানান।
ভুক্তভোগী শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে শনিবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: প্রেমের পর কিশোরীকে ধর্ষণ, যুবক কারাগারে
অভিযুক্ত সাব্বির গাজী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের দুলাল গাজীর ছেলে। ঘটনার পরপরই সে পলাতক।
ভুক্তভোগী শিশুটি জানায়, শনিবার বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ছাব্বির তার মুখ চেপে ধরে। এ সময় গলায় ছুরি ধরে রাস্তার পাশের পরিত্যক্ত ভিটায় নিয়ে ধর্ষণ করে।
অভিযুক্ত ছাব্বির গাজীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিশুর বাবা।
আরও পড়ুন: ২০২১ সালে ধর্ষণের শিকার ৮১৮ শিশু, হত্যা ১৮৩
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে ওই শিশু এখন কিছুটা সুস্থ।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ভুক্তভোগী পরিবার প্রথমে থানায় অভিযোগ দিয়েছে। এ বিষয়ে মঙ্গলবার একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
]]>




