পটুয়াখালীতে ভূমি অফিসের পুকুরঘাট থেকে বোমা উদ্ধার
<![CDATA[
পটুয়াখালীর গলাচিপা উপজেলা ভূমি অফিসের পুকুরঘাট থেকে অবিস্ফোরিত ৪টি ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে এসব ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গায়েন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা ভূমি অফিসের তহসিলদার মো. মিলন অফিসে থাকাকালীন পরপর তিনটি বিকট শব্দ পেয়ে ঘাবড়ে যান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি থানায় খবর দেন। পরে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোর্শেদ তোহা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গায়েনের উপস্থিতিতে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল ও বোমা উদ্ধার করে পানিভর্তি বালতিতে ডুবিয়ে থানায় নিয়ে যান।
আরও পড়ুন: বিএনপি অফিসে প্রচুর বোমা পাওয়া গেছে: পুলিশ
ওসি শোণিত কুমার জানান, কারা, কীভাবে বোমাগুলো রেখেছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনার পর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল বাড়ানো হয়েছে।
]]>




