পটুয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু
<![CDATA[
পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু সাঈদ সাকিব (১৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে জুনায়েত (১১) নামের আরও একজন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবু সাঈদ উপজেলার পশ্চিম ধানখালী গ্রামের গিয়াস হাওলাদারের ছেলে। সে আমতলী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পর্যটন নগরী কুয়াকাটা ভ্রমণ শেষে আবু সাঈদ তার বেয়াই জুনায়েতকে নিয়ে শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে ফিরছিল। এ সময় রজপাড়া এলাকায় পৌঁছালে সড়কের মোড় ঘুরতে গিয়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলপোস্টের সঙ্গে ধাক্কা খায়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করে। এছাড়া জুনায়েতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আরও পড়ুন: অটোরিকশায় বাসের ধাক্কা, চালক নিহত
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
]]>




