পটুয়াখালীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
<![CDATA[
পটুয়াখালীর গলাচিপায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুদা মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার চরখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে বুধবার দুপুরে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে ওই শিশুর মা বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, ওই শিশুর মা দীর্ঘদিন ধরে অসুস্থ। গত রোববার সে ও তার স্বামী শিশুটিকে প্রতিবেশীদের কাছে রেখে ঢাকায় ডাক্তার দেখাতে যান। এ সুযোগে বুধবার দুপুরে উত্তর চরখালী গ্রামের দুদা মিয়া ওই শিশুকে তার বসতবাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এতে ওই শিশু অসুস্থ হয়ে পড়লে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে জানাজানি হলে শিশুটির মা থানায় গিয়ে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: দফতরির বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন জানান, শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে।
]]>




