পটুয়াখালীতে গরু চুরির মামলায় যুবদল নেতা গ্রেফতার
<![CDATA[
গরু চুরির মামলায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টিয়াখালীর রজপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে কলাপাড়া থানা পুলিশ। অভিযুক্ত মোস্তাফিজুর রহমান কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ ডিসেম্বর টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেন। এ নির্বাচনের পর আওয়ামী লীগ প্রার্থীর এক সমর্থকের গরু চুরি হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা হয়। ওই মামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমানকেও আসামি করা হয়।
আরও পড়ুন: পরকীয়ায় স্বামীকে গলা কেটে হত্যায়, গ্রেফতার দুই
এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, রাতের আধারে গরু চুরি হয়েছে। কে বা কারা এর সঙ্গে জড়িত তা কারও জানা নেই। কিন্তু মোস্তাফিজকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো.জসিম জানান, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।
]]>