বিনোদন
পটুয়াখালীতে জেলের জালে ১৮৫ কেজি ওজনের ‘সেইল ফিশ’
<![CDATA[
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জাহাঙ্গীর মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে ১৮৫ কেজি ওজনের পাখি মাছ (সেইল ফিশ)। ওই মাছটির দৈর্ঘ্য ১১ ফুট ও প্রস্থ দেড় ফুট।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মাছটি মহিপুর মৎস্যবন্দরে নিয়ে পাইকারদের ডাকে বিক্রি করা হয়।
এর আগে বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের ১০০ বাম এলাকায় মাছটি ধরা পড়ে।
আরও পড়ুন: জেলের জালে ধরা পড়ল ৫ মণ ওজনের ৩টি পাখিমাছ
উপকূলীয় এলাকায় এ মাছের চাহিদা না থাকায় ইউনুস বয়াতী নামের এক মাছ ব্যবসায়ী ৫০ হাজার টাকায় কিনে নেন।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছটি সাধারণত গভীর সাগরে বিচরণ করে। দ্রুতগামী হওয়ায় সচরাচর ধরা পড়ে না।
]]>