বাংলাদেশ
পটুয়াখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
<![CDATA[
পটুয়াখালী সদরে বাসের ধাক্কায় সাধন কুমার দে নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বদরপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাধন কুমার ব্র্যাকের বদরপুর শাখার ম্যানেজার ছিলেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত
পুলিশ জানায়, বদরপুর এলাকায় সাধন কুমারের মোটরসাইকেলের পেছনে কুয়াকাটা থেকে ঢাকামুখী যাত্রীবাহী ইউনিক বাস ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
]]>