পটুয়াখালীতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু
<![CDATA[
পটুয়াখালীর গলাচিপায় ফারিয়া (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফারিয়া ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। সে চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পরিবার জানায়, সকালে ফারিয়া দাদার সঙ্গে এলাকার একটি উন্মুক্ত খালে মাছ শিকারে যায়। সেখান থেকে ভেজা কাপড়ে বাড়িতে ফিরেই সে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে পুলিশ ও হাসপাতালের চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার পর কিশোরীর গলায় আঘাতের চিহ্ন দেখে চিকিৎসকরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ কিশোরীর বাড়ি গিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানোর আলামত দেখতে পায়।
আরও পড়ুন: পিরোজপুরে বিউটিশিয়ানের রহস্যজনক মৃত্যু
গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, নিহত ওই কিশোরীর গলায় কালশিটে চিহ্ন দেখতে পেয়ে আমাদের সন্দেহ হচ্ছিল। তাই পুলিশকে খবর দেয়া হয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
]]>