পণ্য আমদানিতে ৪ ব্যাংকে এলসি খোলার নির্দেশনা মন্ত্রীর
<![CDATA[
নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করতে সরকারি ৪টি ব্যাংকে এলসি (ঋণপত্র) খোলার নির্দেশনা দেয়া আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘প্রয়োজনীয় পণ্য আমদানি করতে সরকারি ৪টি ব্যাংকে এলসি খুলতে নির্দেশনা দেয়া হয়েছে।’
এদিকে দেশের চিনির বাজারের চলমান অস্থিরতার মধ্যেই খুচরা পর্যায়ে চিনির দাম ৫ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। এবিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে হিসাব করেই চিনির দাম বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: চিনির দাম ফের বাড়ল
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্য থাকলেও বাস্তবতা ভিন্ন।
বিনিয়োগ পরিস্থিতি নিয়ে টিপু মুনশি বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) দায়িত্ব রয়েছে। দেশে কাজ করা বিদেশি বিনিয়োগকারীরা কতটুকু সন্তুষ্ট; বিনিয়োগ বাড়াতে সেটি বড় প্রচারণা হিসেবে ব্যবহার করা যাবে।
তিনি বলেন, ব্যবসার ক্ষেত্রে ছোট প্রতিষ্ঠানগুলো টাকা পাচ্ছে না। তাদের সাহায্য করা দরকার।
]]>