বাংলাদেশ

পণ্য পরিবহনের কার্ভাড ভ্যানে মাদক, অবশেষে ধরা মূলহোতা

<![CDATA[

পণ্য পরিবহনের কার্ভাড ভ্যান। সেটির নিরাপত্তায় সামনে পেছনে আলাদা গাড়ি। দেখে মনে হতে পারে গুরুত্বপূর্ণ কোনো পণ্যের চালান নিয়ে আসছে গাড়ি বহরটি। আসলে এমন নিরাপত্তার ফাঁদ পেতে পাচার করা হতো মাদক। নারায়ণগঞ্জ এলাকা থেকে ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতারের পর এমন দাবি করেছে র‌্যাব।

রোববার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

শনিবার রাতে (১৫ অক্টোবর) র‌্যাব ৩ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান এবং আরেকটি জিপ থেকে উদ্ধার করা হয় প্রায় ১ হাজার পাঁচশো বোতল ফেনসিডিল। কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের এ চালানটি ঢাকায় আসার কথা ছিল। এ সময় গ্রেফতার করা হয় তিন মাদক কারবারিকে।

এ চক্রের মূলহোতা হলেন- মো.আলী আকবর (৩৫), রিপন মিয়া (২৭) ও নূর হোসেন (৩৫)।

আরও পড়ুন: র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান

গত ২ বছর ধরে মাদক কারবারি আলী আকবরের নেতৃত্বে পরিবহন ব্যবসার আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায় মাদকের অন্তত ৫০টি চালান এলেও এ প্রথম গ্রেফতার হন তিনি (আলী আকবর)।

গত তিন বছরে র‌্যাব ৩ এর মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল উদ্ধারের চিত্র তুলে ধরে সংস্থাটি বলছে, ২০২০ সালে ১২ হাজার ৮৭৫, ২১ সালে ১৫ হাজার ২৩১ এবং ২০২২ সালে এখন পর্যন্ত ১১ হাজার ৯৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

ইয়াবা সহজলভ্য হওয়ায় ফেনসিডিলের চালান গত কয়েক বছরে কমে গেলেও মাদক কারবারিরা বসে নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা অভিনব কায়দায় চালান নিয়ে আসছে।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!