পথচারীদের ওপর গাড়ি তুলে দিল চালক, নিহত ৫
<![CDATA[
চীনের গুয়াংজুতে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। বুধবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরটিতে এ দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে ২২ বছর বয়সী ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসী হামলা কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।
কোনো কিছু বুঝে ওঠার আগেই ব্যস্ত রাস্তায় মানুষের ওপর গাড়ি উঠিয়ে দেয় এক চালক। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুর রাস্তায় ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা। ঘটনাস্থলেই চাপা পড়ে প্রাণ হারান বেশ কয়েকজন পথচারী। আহতও হন অনেকে।
এ সময় ভয়ে অনেককে ছোটাছুটি করতেও দেখা যায়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান উদ্ধারকর্মীরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, রাস্তার চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মানুষ, ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ছাড়াও বেশ কিছু যানবাহন।
আরও পড়ুন: জাপান থেকে ‘সাবধান’ হতে অস্ট্রেলিয়াকে সতর্ক করেছে চীন
এরই মধ্যে ২২ বছর বয়সী ঘাতক চালককে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে জনতা। ভয়াবহ এ ঘটনায় এরই মধ্যে জনমনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ঘাতকের কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবিও তোলেন তারা। অনেকের ধারণা, ইচ্ছাকৃতভাবেই এ ঘটনা ঘটিয়েছে ওই ঘাতক। কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
এভাবে মানুষের ওপর গাড়ি উঠিয়ে দেয়া চীনে নতুন নয়। ২০২২ সালে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানে একটি মিনি ট্রাক রাস্তার পাশে থাকা মানুষের ওপর উঠিয়ে দিলে তিনজন নিহত হন। আহত হন আরও নয়জন।
আরও পড়ুন: চীনের যে প্রদেশের ৯০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত
]]>




