পদত্যাগ করলেন বৃট্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী
<![CDATA[
বৃটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েল ব্রাভারম্যান পদত্যাগ করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।
বুধবার(১৯ অক্টোবর) বৃটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সাথে সরাসরি বৈঠকের পর তিনি পদত্যাগ করেন। তিনি পদত্যাগ সংক্রান্ত একটি চিঠি প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে পাঠিয়ে দেন।
তিনি সেখানে সরকারি কোড অব কন্ডাক্ট ভঙ্গ করে আরেক সহকর্মীকে অভিবাসন সংক্রান্ত ইমেইল পাঠানোর দায়ে পদত্যাগ করছেন বলে জানান।
এদিকে সুয়েল ব্রাভারম্যান পদত্যাগ গ্রহণ করে বৃটিশ এমপি এবং টরি দলের নেতা গ্র্যান্ড শ্যাপসকে পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস।
আরও পড়ুন: লিজ ট্রাসের বিকল্প খুঁজছে কনজারভেটিভরা
এর আগে শুক্রবার(১৪ অক্টোবর) বৃটেনের অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান কোয়াসি কোয়ার্টেং। সম্প্রতি সংক্ষিপ্ত বাজেটে কর কমানোর কারণে পুরো ব্রিটেন জুড়ে তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়।
কোয়াসি কোয়ার্টেং ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ কর ছাড়ের ঘোষণা দিয়েছিলেন। কর ছাড় ধনীদের বিভিন্নভাবে উপকৃত করবে বলে ব্রিটেন জুড়ে অভিযোগ উঠে। পরে পদত্যাগে বাধ্য হন কোয়াসি কোয়ার্টেং।
]]>




