খেলা

পদ্মা সেতুর টোল আদায় ৩৮৫ কোটি ছাড়াল

<![CDATA[

৬ মাসে পদ্মা সেতুর টোল আদায় ৩৮৫ কোটি ছাড়িয়েছে। চলতি বছরের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের পর ২৬ জুন থেকে সেতু দিয়ে যান চলাচল উন্মুক্তের ১৮২ দিনে এই টোল আদায় হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

২৬ জুন থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ছয় মাসে যানবাহন পারাপার হয়েছে ২৬ লাখ ৬৯ হাজার ৪১০টি। আর এ থেকে প্রতিদিন গড় টোল আদায়ের হার দুই কোটি ১১ লাখ ৮১ হাজার টাকারও বেশি। আর গত ছয় মাসে এ পর্যন্ত টোল আদায় হয়েছে ৩৮৫ কোটি ৫ লাখ ৯০ হাজার ৫২০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান নির্বাহী প্রকৌশলী কাজী ফেরদৌস জানান যান চলাচলের প্রথম দিন ২৬ জুন পদ্মা সেতু দিয়ে ১৮ ঘণ্টায় মোটর সাইকেলসহ ৫১ হাজার ৩১৬টি যান পারাপার হয়। যা থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা।

আরও পড়ুন: পদ্মা সেতু ছাড়াও দেশের বৃহৎ কয়েকটি সেতু

এর মধ্যে মাওয়া প্রান্তে ২৬ হাজার ৫৮৯টি যানবাহনের টোল উঠেছে এক কোটি ৮ লাখ ৮৭ হাজার ১৫০ টাকা। জাজিরা প্রান্তে ২৪ হাজার ৭২৭টি যানবাহনের বিপরীতে টোল উঠেছে এক কোটি ৪৪ হাজার ৪০০ টাকা।

গবেষক জাহাঙ্গীর সরদার মন্টু বলেন, পদ্মা সেতুর কারণে যোগাযোগে আমূল পরিবর্তনের পাশাপাশি অর্থনীতির গতি আসতে শুরু করেছে। সেতু ঘিরে অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রক্রিয়া ছাড়াও দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিমায়িত মৎস্য ও পাটশিল্পের নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এ ছাড়া পদ্মা সেতুর কারণে দেশে আমদানি-রফতানি বাণিজ্য আরও সহজ হয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতু যেসব কারণে সবার সেরা

মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি এক দশমিক ২৩ শতাংশ বাড়ার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। আর দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিডিপি প্রবৃদ্ধি বাড়াবে দুই দশমিক তিন শতাংশ। পদ্মা সেতুর কারণে জিডিপিতে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার যোগ হবে, যা সেতুটির ব্যয়ের প্রায় তিনগুণ বেশি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!