খেলা

পদ্মা সেতু: খুলনা অঞ্চলে সবজি চাষে নতুন সম্ভাবনা

<![CDATA[

খুলনা অঞ্চলে সবজি চাষে পদ্মা সেতু নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। পরিবহন সহজ হওয়ার পাশাপাশি সময় কমে আসায় বিভিন্ন জেলায় দ্রুত পণ্য সরবরাহ করা যাচ্ছে। এতে কৃষকরা সবজি চাষে আরও আগ্রহী হচ্ছেন।

খুলনার বিভিন্ন এলাকায় পুরো ক্ষেত সবুজের সমারহে ছেয়ে গেছে। ফুলকপি, বেগুন, কুমড়াসহ নানা জাতের সবজি চাষ হচ্ছে।

গেল অর্থবছরে খুলনা জেলায় ২ লাখ ৮৩ হাজার ১৭৮ মেট্রিক টন সবজি উৎপাদন হয়। যার ২০ ভাগই রাজধানীর সঙ্গে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থার অভাবে নষ্ট হয়ে যায়। তবে পদ্মা সেতু চালুর পর এ চিত্র পাল্টেছে। এখন দ্রুত ঢাকাসহ বিভিন্ন জেলায় এখানকার সবজি পৌঁছে যাচ্ছে। একারণে উৎপাদনের পরিমাণও বেড়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায় কর্মসংস্থানও বেড়েছে।

এবিষয়ে কৃষক বলেন, কৃষিতে আধুনিকতার ছোঁয়া এসেছে। এতে আমাদের উৎপাদনও বেড়েছে। এখন আমাদের আরও ফেরিতে যেতে হচ্ছে না। ফলে ট্রাফিক জ্যামের ভোগান্তি ছাড়াই সেতু দিয়ে যেতে পারছি। সেতু হওয়ার পর থেকে ব্যবসা বাণিজ্য বেশ ভালো যাচ্ছে। আমরা ভালো দাম পাচ্ছি।

আরও পড়ুন: ২২ দিন ইলিশ ধরা ও বেচাকেনা নিষিদ্ধ

কেসিসি পাইকারি কাঁচাবাজার আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক এস এম মঈনুল ইসলাম নাসির বলেন, আগে আমাদের ঘণ্টার পর ঘণ্টা ঘাটে বসে থাকতে হতো। আমাদের অনেক পণ্য নষ্ট হয়ে যেত। যেটা এখন আর হচ্ছে না।

পদ্মা সেতুর যোগাযোগ সুবিধা কাজে লাগিয়ে খুলনার কৃষি নির্ভর অর্থনীতিকে শক্তিশালী প্রযুক্তি নির্ভর নতুন নতুন প্রকল্প গ্রহণে কাজ চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। খুলনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, কৃষকদের যদি মাল্টিপারপাস কোল্ড স্টোরেজের সুবিধা দেয়া হয়, তাহলে তারা সবজি চাষে আরও বেশি উৎসাহিত হবেন। ফলে উৎপাদন আরও বাড়বে।

উল্লেখ্য, এ অর্থ বছরের শুরুর ৩ মাসে জেলায় ৮ হাজার হেক্টর জমিতে প্রায় এক লাখ ১৪ হাজার মেট্রিক টন সবজি উৎপাদন হয়েছে। যা সারা বছরের উৎপাদন লক্ষ্যমাত্রার ৪০ ভাগ। বর্তমানে খুলনা থেকে প্রতিদিন গড়ে অর্ধশতাধিক ট্রাক জেলার বাইরে সবজি সরবরাহ করছে। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!