পরকীয়ার প্রতিবাদ করায় হত্যার পর স্ত্রীর মরদেহ পোড়ান রনি
<![CDATA[
নড়াইলে গৃহবধূ আছিয়া হত্যার জট খুলেছে। যৌতুক ও পরকীয়ার প্রতিবাদ করায় বন্ধু আব্বাসকে নিয়ে স্ত্রী আছিয়াকে গলা কেটে হত্যার পর তার মৃতদেহ পুড়িয়ে দেন রনি।
শনিবার (০৫ নভেম্বর) বিকালে ৪টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে গ্রেফতার রনি ও আব্বাস এমনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এর আগে গত শুক্রবার (০৪ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রনিকে নড়াইলের চাঁচুড়ি এলাকার আত্মীয়র বাড়ি থেকে এবং আব্বাসকে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গ্রেফতার করে পুলিশ।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ওবায়দুর রহমান জানান, গৃহবধূ আছিয়ার স্বামী রনি যৌতুক লোভী ছিলেন। এছাড়া বেশ কিছুদিন ধরে পরকীয়া প্রেমিকার সঙ্গে ঘর বাঁধার পরিকল্পনাও করছিলেন তিনি। স্বামীর এসব অনৈতিক কার্যকলাপের প্রতিবাদ করেন আছিয়া। এর জেরেই রনি একই গ্রামের জমির ফকিরের ছেলে পরম বন্ধু আব্বাসকে নিয়ে আছিয়াকে হত্যার পরিকল্পনা করেন।
আরও পড়ুন: পরকীয়ার অভিযোগে বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ৯
পরিকল্পনা মতো রনি আগেই পেট্রল কিনে ঘরে এনে রাখেন। সুযোগ বুঝে গত শুক্রবার (০৪ নভেম্বর) রনি ও আব্বাস আছিয়ার মাথায় আঘাত করে অচেতন করে ফেলেন। এরপর স্ত্রীকে বটি দিয়ে গলাকেটে হত্যা করে মৃতদেহ পেট্রল দিয়ে জ্বালিয়ে দিয়ে সটকে পড়েন।
পৈশাচিক এ ঘটনার পরই পুলিশ অপরাধীদের ধরতে মাঠে নামে। এ ঘটনায় নিহতের মা রেবেকা বেগম বাদী হয়ে সদর থানায় রনিও তার দুই ভাই বাবাসহ মোট ৮ জনের নামে মামলা করেন। এরপর এ ঘটনায় পাঁচজনকে পুলিশ গ্রেফতার করে।
সদর থানা পরিদর্শক (তদন্ত) আরও বলেন, আদালত পৃথকভাবে আসামিদের জবানবন্দি লিপিবদ্ধ করে পরে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
]]>