পরকীয়া সন্দেহে গৃহবধূ-যুবককে বেঁধে নির্যাতন
<![CDATA[
পটুয়াখালীর মহিপুরে পরকীয়া সন্দেহে এক যুবক ও গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মহিপুরের শিববাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার (১৬ নভেম্বর) সরেজমিনে গিয়ে যানা যায়, বর্তমানে যুবক ও তিন সন্তানের জননী ওই গৃহবধূ কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হাসপাতালের শয্যায় থাকা ভুক্তভোগী গৃহবধূ জানান, প্রায় ১০ বছর আগে ওই গ্রামের লেহাজ উদ্দিনের পুত্র জামাল উদ্দিনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় তার। কিন্তু বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে সন্দেহ করে শারীরিক ও মানসিক নির্যাতন করত জামাল। মাত্র ১৬ বছর বয়সে ৪০ বছর বয়সী পুরুষের সাথে বিয়ে হলেও সংসার জীবন মেনে নিয়ে এক ছেলে ও দুই কন্যা সন্তানের জন্ম দেন তারা।
গৃহবধূর অভিযোগ, বাবার বাড়ি যাওয়া আসার সুবাদে স্থানীয় মোটরসাইকেল চালক ইব্রাহীমের সাথে পরিচয় হয় তার। ইব্রাহীমের মোটরসাইকেলে করেই বাবার বাড়ি যেতেন তিনি। কিন্তু নির্যাতনের রাতে পরিকল্পিত নাটক সাজিয়ে বাবার বাড়ি পাঠানোর কথা বলে ইব্রাহীমকে ডেকে নেয় তার স্বামী। পরে ইব্রাহীম বাড়ির দরজায় পৌঁছালে হঠাৎ করে নির্যাতন শুরু করেন তার স্বামী এবং স্বামী বাড়ির লোকজন। ইব্রাহীমকে টেনে বাড়িতে নিয়ে নির্যাতন চালানো হয়। একই সময় বেশ কয়েকজন পুরুষ নিয়ে তাকেও নির্যাতন চালায় বলে অভিযোগ করেন।
আরও পড়ুন: পরকীয়ার দ্বন্দ্বে স্ত্রীকে হত্যা: ৩ বছর পর স্বামী গ্রেফতার
ভুক্তভোগী মোটরসাইকেল চালক ইব্রাহীম বলেন, আমি কিছু বুঝে উঠতেই পারিনি। ফোন দিয়ে ডেকে নেয়ার পর হঠাৎ আমাকে পেটাতে শুরু করে। ছিনিয়ে নেয়া হয় মানিব্যাগে থাকা টাকা মোবাইল, মোটরসাইকেল। দুই ঘণ্টাব্যাপী অমানবিক নির্যাতন চালিয়ে আমার কাছ থেকে বিভিন্ন রকমের স্বীকারোক্তি নেয় তারা। এক পর্যায়ে পুরুষাঙ্গে নির্যাতন করলে হলে অজ্ঞান হয়ে পড়ি। পরে এক নারী ইউপি সদস্য উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।
এদিকে গৃহবধূর স্বামী জামাল হোসেন জানান, বেশ কিছুদিন যাবত ইব্রাহীমের সাথে ফোনে কথা বলতো তার স্ত্রী। ওইদিন ইব্রাহীমের সাথে বাড়ির উঠানে স্ত্রীকে জড়াজড়ি করতে দেখে রাগ সামলাতে পারিনি। দুজনকে আমি সামান্য মারধর করেছি। কিন্তু রাস্তার মানুষ এসে দড়ি দিয়ে বেঁধে মারধর করেছে। আমি মারিনি।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রনি জানান, ইব্রাহীমের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে মুখমণ্ডলে এবং পেটে গুরুতর আঘাতের জখম রয়েছে।
এ ব্যাপারে মহিপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার আবুল খায়ের জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। দ্রুতই তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
]]>