Feni (ফেনী)পরশুরাম

পরশুরামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে জশনে জুলুস অনুষ্ঠিত

পরশুরাম | তারিখঃ October 9th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 28 বার

পরশুরাম প্রতিনিধি->>

পরশুরামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ হতে জশনে জুলুসে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। জশনে জুলুস পরশুরাম বাজার প্রদক্ষিণ শেষে পরশুরাম শেখ কামাল মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত সিদ্দিক, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন।

পরশুরাম ঈদে মিলাদুন্নবী দঃ উদযাপন পরিষদের আহবায়ক পরশুরাম কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা হুমায়ুন কবির নোমানির সভাপতিত্বে ও উদযাপন পরিষদের সদস্য সচিব শালধর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাঈদুল ইসলাম মজুমদারের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুবার বাজার ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাদেক, পরশুরাম ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা মোঃ মুস্তাফা, সলিয়া ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা এম এ মনচুর মোল্লা, পরশুরাম উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ইব্রাহিম মজুমদার, সুবার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ জসিম উদ্দিন, ফুলগাজী মহিলা কলেজের প্রভাষক জালাল উদ্দীন, আবদুল হক চৌধুরী কলেজের প্রভাষক মুহাম্মদ ফারুক, উদযাপন পরিষদের সমন্বয়ক মোঃ ইয়াছিন শরীফ মজুমদার, পরশুরাম থানা মসজিদের খতিব মাওলানা মোঃ আবদুল মতিন, পরশুরাম কলেজ মসজিদের খতিব মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, উদযাপন পরিষদের সদস্য মাওলানা মোঃ আলা উদ্দিন, এনামুল করিম আজাদ, এবিএম আরাফাত মোল্লা।

আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও বিশ্ব মুসলিম-বাংলাদেশের শান্তি সম্মৃদ্ধির জন্য দোয়া পরিচালনা করেন পরশুরাম ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম মজুমদার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!