পরিচালকদের ওপর বিস্ফোরক অভিযোগ দীঘির!
<![CDATA[
ঢালিউড ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। যার কারণে অনেকটাই হতাশ এবং ক্লান্তবোধ করছেন তিনি।
দীঘির ঢালিউডের পরিচালকদের ওপর বিস্ফোরক অভিযোগ এনে বলেন, ইন্ডাস্ট্রিতে তিনি রাজনীতির শিকার। এ বিষয়ে দীঘি জানান, অনেক সিনেমাই রয়েছে যাতে দীঘিকে কাস্ট করার পরে না জানিয়ে অন্যজনকে নিয়ে নেন পরিচালক। নায়িকা বদলের এ খবর আবার তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই পেয়ে যান।
দীঘি আরও বলেন, মানুষের এমন মিথ্যা আশা দেখে হাসি পায়। যারা নতুন প্রোজেক্টে নতুন জার্নি শুরু করতে যাচ্ছে তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিন্তু ওই ধরনের ভুয়া মানুষের কথা শুনতে শুনতে আমি ক্লান্ত, যারা আমাকে মিথ্যা আশা দেয় এবং দিন শেষে আমাকে অপমানিত করে।
আরও পড়ুন: ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘পায়ের ছাপ’
এসব কথা তিন বছর নিজের মধ্যে আটকে রেখেছিলেন। তবে এভাবে নিজের মধ্যে তা আটকে রেখে এখন অনেকটাই অসুস্থবোধ করছেন তিনি। তাই দর্শকদের জানাতে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যাতে তার না বলা কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন দীঘি।
চলচ্চিত্র ইন্ডাস্ট্রির লোকেরা সবচেয়ে বেশি নিষ্ঠুর হয় বলেও দাবি করেন দীঘি। পাশাপাশি নিজের দক্ষতার ওপরও আস্থা রাখেন ঢালিউডের এই স্টার কিড। সেই সঙ্গে আস্থা রাখেন শুভাকাঙ্খী, দর্শক আর আল্লাহর ওপরও।
পোস্টে নিজের লেখা বিষয়ে দীঘি এও জানান, তার এই লেখার কোনো উদ্দেশ্য নেই। ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেটের খেলায় তিনি অসুস্থ হয়ে এই পোস্ট দিয়েছেন। পোস্ট দেয়ায় একই সঙ্গে দুঃখ প্রকাশও করেছেন ঢালিউডের এই সুপারস্টার।
]]>




