পরিত্যক্ত ঘরে ৩৮ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
<![CDATA[
মাদারীপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত ঘর থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-০৮। এ সময় তাদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজৈর উপজেলার ঘোষালকান্দি এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার ঘোষলাকান্দি গ্রামের মৃত অহিদ বেপারীর ছেলে আল আমিন বেপারী (৩৪) ও তার স্ত্রী লায়লা বেগম (৩০) এবং তাদের সহযোগী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিলপাড় এলাকার বিরেন বৈদ্যের ছেলে বিবেক বৈদ্য (৪০)।
আরও পড়ুন: বাড়ির আঙিনায় গাঁজা চাষ
র্যাব জানায়, ঘোষলাকান্দি এলাকার একটি পরিত্যক্ত ঘরে গাঁজা মজুদ রেখে বিক্রি করার গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে হাতেনাতে আল আমিন বেপারী, তার স্ত্রী লায়লা বেগম ও তাদের সহযোগী বিবেক বৈদ্যকে আটক করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রাজৈর থানায় মামলা দায়েরের পর তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গাঁজা বিক্রির সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়। এ ছাড়া মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল এবং তিনটি সিমকার্ড জব্দ করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
]]>




