বিনোদন

পরিবেশ অধিদফতরের অভিযানে ৩ হাজার কেজি পলিথিন জব্দ

<![CDATA[

ঢাকার কামারপাড়া ও শাহআলী মার্কেটে অভিযান চালিয়ে আনুমানিক তিন হাজার কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর। এ সময় ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় ঢাকার তুরাগ থানার কামারপাড়া কাঁচাবাজারে অভিযান চালিয়ে মো. নয়ন মিয়ার দোকান থেকে ১২০ কেজি পলিথিন জব্দ করা হয় এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও শাহআলী মার্কেটের সোহেল মিয়ার দোকান থেকে আনুমানিক ৫০০ কেজি পলিথিন জব্দ করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরও পড়ুন: পুরান ঢাকায় পরিবেশ অধিদফতরের অভিযান

একই মার্কেটের মোক্তার হোসেনের দোকান থেকে ২০০ কেজি পলিথিন জব্দ করে ৩ হাজার টাকা, জিসানের দোকান থেকে ১৫০ কেজি পলিথিন জব্দ করে ৩ হাজার টাকা, জিলানীর দোকান থেকে ৪৫০ কেজি পলিথিন জব্দ করে ৫ হাজার টাকা, রাজুর দোকান থেকে ২৮০ কেজি পলিথিন জব্দ করে ৫ হাজার টাকা, ডালিমের দোকান থেকে ২২০ কেজি পলিথিন জব্দ করে ৩ হাজার টাকা, মেহেদীর দোকান থেকে ৪০০ কেজি পলিথিন জব্দ করে ৫ হাজার টাকা, কালু গাজীর দোকান থেকে ৩২০ কেজি পলিথিন জব্দ করে ৫ হাজার টাকা এবং সৈকতের দোকান থেকে ৩৫০ কেজি পলিথিন জব্দ করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেছে ঢাকা মহানগর রিজার্ভ পুলিশ ফোর্স।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!