পরী বাদ, রাজ্যকে শুভেচ্ছা জানালেন বাবা রাজ
<![CDATA[
বছরের প্রথম দিন ফেসবুকে ছেলে রাজ্যকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড স্টার শরিফুল রাজ। কিন্তু পোস্টের কোথাও তার সন্তানের মা চিত্রনায়িকা পরীমনির কথা উল্লেখ করেননি এ তারকা। তিনি পরীমনিকে শুভেচ্ছা পোস্ট থেকে বাদ রেখেছেন।
রোববার (০১ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ছেলে রাজ্যের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ। দুজনের গায়েই সাদা পোশাক। রাজ্য তাকিয়ে আছে সোজা ক্যামেরার দিকে।
কিন্তু ছবিতে বাপ-বেটার সঙ্গে দেখা যায়নি- রাজ্যর মা চিত্রনায়িকা পরীমনিকে। এমনকি পোস্টের কোথাও পরীকে নিয়ে কোনো কিছু লেখা নেই।
আরও পড়ুন: নতুন বছরে বুর্জ খলিফার সামনে মিম
ফেসবুক পেজে রাজের করা পোস্টটিতে ক্যাপশন দেখে মনে হয় যেন পুত্রকে খোলা চিঠি দিলেন রাজ। নতুন বছরের শুভেচ্ছার সঙ্গে কামনা করেছেন পুত্রের সুস্থতার । লিখেছেন, তুমি যত বড়ই হওনা কেন, আমার বুক ভরা ভালোবাসা থাকবে তোমার জন্য।
এদিকে, ২০২২ এর শেষ দিনে পরীমনির রক্তাক্ত ছবিসহ ফেসবুক পোস্ট কাঁপিয়ে দিয়েছে দর্শকের হৃদয়। আর পুত্রের উদ্দেশে রাজের করা এ পোস্টের খানিকক্ষণ পরেই পরীমনির পোস্টে জানা গেল রাজ-পরীর বিচ্ছেদের কারণ।
]]>