পর্দায় নিজের চরিত্রে কাকে দেখতে চান করণ?
<![CDATA[
বলিউডের খ্যাতিমান পরিচালকদের একজন করণ জোহর। যদি রুপালি পর্দায় এই পরিচালককে নিয়ে কখনও সিনেমা নির্মাণ করা হয়, তবে নিজের চরিত্রে অভিনয় করতে বলিউডের এক খ্যাতিমান তারকাকেই দেখতে চান তিনি।
করণ শুধু পরিচালকই নন, বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি একাধারে প্রযোজক ও একজন অভিনয়শিল্পীও। ছবি পরিচালনায় কখনও কোনো চরিত্রে অভিনয় করতে হলে তিনি টুকটাক অভিনয়ও করে নেন।
তিনি একজন জনপ্রিয় সঞ্চালকও। তার উপস্থাপনায় ‘কফি উইথ করণ’ শোটি ভারতীয় টিভি পর্দার জনপ্রিয় একটি শো।
বহুগুণে গুণান্বিত এই কিংবদন্তি নিজের জীবন নির্ভর ছবিতে কাকে দেখতে চান? এমন প্রশ্নের উত্তরে করণ বলেন, রণবীর সিংকে দেখতে চান তিনি।
আরও পড়ুন: বিবেকের বন্ধুরা পরেন ৯ কোটি টাকার সোনার গয়না!
নিজের চরিত্রে রণবীর সিংকেই কেন প্রথম পছন্দ করণের? এ বিষয়ে করণ জানান, গিরগিটির মতো রং বদলায় রণবীর। যে কোনো চরিত্র ওর পক্ষে জীবন্ত করে তোলা কোনও ব্যাপার নয়। আমার জায়গায় ওকেই ভালো মানাবে।
নিজের জীবনকে বেশ আকর্ষণীয় এবং ঘটনাবহুলই মনে করনে করণ। তাই এখন না হলেও ভবিষ্যতে নিজের জীবন নির্ভর ছবি বানাতে চান তিনি। আর সে ছবিতে রণবীর সিংকেই দেখতে চান শাহরুখ খানের বন্ধু পরিচালক করণ জোহর।
সূত্র: আনন্দবাজার
]]>




