‘পর্যটন উন্নয়ন পরিকল্পনার মাস্টারপ্ল্যানে সিলেট দ্বিতীয় অবস্থানে’
<![CDATA[
বাংলাদেশ সরকারের পর্যটন সংক্রান্ত উন্নয়ন পরিকল্পনায় মাস্টারপ্ল্যানে সিলেট দ্বিতীয় অবস্থানে আছে বলে জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সিলেটে মানবিক উন্নয়ন সংগঠন ‘সম্পর্ক’ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় সিলেটের বিভাগীয় কমিশনার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বর্তমানে পর্যটন সেক্টর থেকে ৪ দশমিক ৩ পার্সেন্ট জিডিপিতে অবদান। সরকার চাচ্ছে ২০৩০ সালে এই কন্ট্রিবিউশন ডাবল ডিজিটে উন্নীত করতে। প্রধানমন্ত্রী সিলেটকে রিজিওনাল হাব করতে চাচ্ছেন, সার্কভুক্ত দেশগুলোর আন্তঃযোগাযোগ ও পর্যটন উন্নয়নে। জিওগ্রাফিক্যাল সার্ভের উপরেই নির্ধারণ হবে পাথর উত্তোলন। পরিবেশের ক্ষতি না করে কতটুকু উত্তোলন করা যায় তা নির্ধারণ করা হবে।
সিলেট জেলা পরিষদের ডিজিটাল সম্মেলনকক্ষে আয়োজিত গোলটেবিল আলোচনায় সহযোগী ছিল পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ।
এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ‘পর্যটনে নতুন ভাবনা’র আলোকে গোলটেবিল আলোচনার বিষয়বস্তু ছিল ‘সিলেটের পর্যটন, পরিবেশ ও নতুন সম্ভাবনা। এতে বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান।
আরও পড়ুন: বাংলাদেশ বিপুল পর্যটন সম্ভাবনাময় দেশ: প্রধানমন্ত্রী
বেলা সাড়ে ১১টা থেকে প্রায় আড়াই ঘণ্টা চলা গোলটেবিল আলোচনার শুরুতে সূচনা বক্তব্য দেন আয়োজক সংগঠনের উদ্যোক্তা উত্তম কুমার সিংহ। সহযোগী হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন ভূমিসন্তান বাংলাদেশের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল কবির।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক স্থপতি কৌশিক সাহার মডারেটরে গোলটেবিল আলোচনায় বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সহ-সভাপতি আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রাহক ও ভাষা সৈনিক মতিন উদ্দীন জাদুঘরের পরিচালক ডা. শাহজামান চৌধুরী বাহার, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও হাওর গবেষক মো. এমদাদুল হক, লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটাল বিভাগের প্রভাষক মো. আব্দুল হালিম প্রমুখ।
গোলটেবিলে আমন্ত্রিত আলোচক ছাড়া পর্যটন ও পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের উদ্যোক্তা তরুণ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
]]>




