পশ্চীম তীরে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা
<![CDATA[
ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে শরণার্থী শিবিরে দেশটির সেনাবাহিনী এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার( ১২ অক্টোবর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, দক্ষিণ-পশ্চিম তীরে আল-আরুব ক্যাম্পে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী পেটে গুলি করে ১৮ বছর বয়সী উসামা আদাউইকে হত্যা করেছে।
সরকারী ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে সংঘর্ষ চলাকালে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের উপর গুলি চালায় এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে। এ সময় উসামা আদাউই নিহত হয়। এছাড়া আরও একজন এই ঘটনায় আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: এক-সন্দেহভাজনকে-ধরতে-লক্ষাধিক-ফিলিস্তিনিকে-জিম্মি
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই ক্যাম্পের সামনে সেনাবাহিনীর গাড়িতে পাথর নিক্ষেপ করে একদল মানুষ। এ সময় গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে। আল জাজিরা জানিয়েছে, পশ্চিমতীরে এক ইসরাইলি সেনা সদস্যকে হত্যার পরদিনই এই ঘটনা ঘটলো।
সাম্প্রতিক মাসগুলোতে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানে কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছে।
]]>