বাংলাদেশ

পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

<![CDATA[

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে ৩২ রানে দুই উইকেট হারিয়ে চাপে সাকিবরা। ম্যাচের দ্বিতীয় ওভারে মুজারাবানির বলে উইকেটরক্ষকের কাছে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। এরপর ফর্মে থাকা লিটন দাসও ফিরে যান ১৪ রান করে।

শুরুতে সেই সৌম্য-শান্তর ওপেনিং জুটি এবারও জমেনি। ম্যাচের দ্বিতীয় ওভারে তাদের গড়া ১০ রানের জুটি ভেঙে দেন মুজারাবানি। এরপর লিটন দাসকে নিয়েই এগিয়ে যাচ্ছিলেন শান্ত। তবে বাংলাদেশের বর্তমানের সেরা ব্যাটার লিটনও আউট হন ১২ বলে ১৪ রান করে। মুজারাবানির বল পেছনে স্কুপ করতে গিয়ে ব্যাটের কিনারায় লাগে লিটনের। যা ধরে ফেলেন চাতারা। এর পর ব্যাটিংয়ে নেমেছেন দলের অধিনায়ক সাকিব।  

২০০৬ সালে প্রথম ম্যাচ, সেই থেকে এখন পর্যন্ত দুদল খেলেছে ১৯টি টি-টোয়েন্টি। মুখোমুখি দেখায় রোডেশীয়দের চেয়ে এগিয়ে টাইগার বাহিনী। বাংলাদেশের ১২ জয়ের বিপরীতে জিম্বাবুয়ের জয় ৭ ম্যাচে। তবে সবেশেষ সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছিল তারা। 

আরও পড়ুন: রানের খাতা খোলার আগেই বিদায় সৌম্য 

আইসিসির নির্বাসনে গেল বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। দীর্ঘদিন পর বৈশ্বিক টুর্নামেন্টে খেলতে নেমে দুর্দান্ত প্রত্যাবর্তন। গ্রুপপর্বে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন। সুপার টুয়েলভে শক্তিশালী পাকিস্তানবধ। বিশ্বকে একের পর এক চমক দেখাচ্ছে একসময় ছেঁড়া জুতা পায়ে খেলা রায়ান বার্লরা। যদিও ভাগ্য কিছুটা সহায় তাদের। প্রথম ম্যাচে বৃষ্টিভাগ্যে নিশ্চিত পরাজয়ের ম্যাচে এক পয়েন্ট পেয়েছে তারা।

জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে বাংলাদেশ, তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম মুখোমুখী হচ্ছে দুই দল। 
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!