বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে কোহলির পাশে স্টোকস

<![CDATA[

তিন ম্যাচের সিরিজের তৃতীয় টেস্টে পাকিস্তানকে হারিয়ে বিরাট কোহলির পাশে বসলেন বেন স্টোকস। অধিনায়ক হিসেবে এক বছরে কোহলির সমান সংখ্যক টেস্টে জয় পেয়েছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্ট জিতে এই নজির গড়লেন স্টোকস। এ বছর ৯টি টেস্টে জিতেছেন তিনি। সপ্তম অধিনায়ক হিসেবে এই এলিট লিস্টে নাম লেখালেন বেন স্টোকস। যার মধ্যে ৯টি ম্যাচে জেতার পাশাপাশি একটি মাত্র ম্যাচে হেরেছেন তিনি।

আরও পড়ুন: হোয়াইটওয়াশ হয়ে লজ্জার রেকর্ডে বাংলাদেশের পাশে পাকিস্তান

তালিকায় রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। তিনি ২০১৬ সালে ৯টি টেস্ট জিতেছিলেন। ড্র করেছিলেন মাত্র ৩ ম্যাচে। তালিকায় দুবার নাম রয়েছে রিকি পন্টিংয়ের। তিনি ২০০৫ এবং ২০০৬ সালে এই নজির গড়েছিলেন। ২০০৬ সালে ১০টি এবং ২০০৫ সালে ৯টি টেস্টে অধিনায়ক হিসেবে জিতেছিলেন তিনি।

সবার প্রথম অধিনায়ক হিসেবে এই নজির গড়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্লাইভ লয়েড। ১৯৮৪ সালে তিনি ১১টি টেস্টে জিতেছিলেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথ ২০০৮ সালে অধিনায়ক হিসেবে জিতেছিলেন ১১টি টেস্ট। ২০০২ সালে স্টিভ ওয়া অধিনায়ক হিসেবে জিতেছিলেন ১০টি টেস্ট। ২০০৪ সালে ইংল্যান্ডের অধিনায়ক মাইকেল ভন ও ১০টি টেস্টে জিতেছিলেন।

আরও পড়ুন: সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকেই রেকর্ড গড়লেন রেহান

করাচিতে এদিন বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দলকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড। ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৩০৪ রান করে। যার জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ৩৫৪ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় পাকিস্তান দল। মাত্র ২১৬ রানেই অল আউট হয়ে যায় তারা। মাত্র ২ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে জয় ছিনিয়ে নেয় বেন স্টোকস বাহিনী।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!