পাকিস্তানকে হ্রাসাকৃত মূল্যে তেল দেবে না রাশিয়া
<![CDATA[
যুদ্ধ পরিস্থিতির মধ্যে রাশিয়ার কাছ থেকে কম দামে অর্থাৎ ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে ক্রুড ওয়েল কেনার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান, তবে তাতে সায় দেয়নি মস্কো।
স্থানীয় সময় গত বুধবার পাকিস্তানের পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী মুসাদিক মালিকসহ শাহবাজ শরীফ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা মস্কোতে এক আলোচনায় এই প্রস্তাব দিয়েছিলেন।
দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, পাকিস্তানের প্রস্তাবে রুশ কর্তৃপক্ষ বলেছে- এই মুহূর্তে তারা কোনোকিছু অফার বা ছাড় দেয়ার কথা ভাবছে না। তবে পাকিস্তানের দাবি তারা ভেবে দেখবেন। বিষয়টি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পরে পাকিস্তানকে জানানোর কথা বলেছে তারা।
জিও নিউজ বলছে, গত ২৯ নভেম্বর মস্কোর উদ্দেশে পাকিস্তান ত্যাগ করেন শাহবাজ শরীফ প্রশাসনের কর্মকর্তারা। ডিসকাউন্ট বা ছাড়ের দামে রাশিয়া থেকে ক্রুড ওয়েল আমদানির আলোচনা সারতে তিনদিনের সফরে মস্কো পৌঁছান তারা।
আরও পড়ুন : ভারতের কোনো ঘৃণ্য পরিকল্পনা কখনোই সফল হবে না: পাকিস্তান সেনাপ্রধান
পাকিস্তানের শিল্প মন্ত্রণালয়ের বরাতে জিও নিউজ জানিয়েছে, দেশটির শোধনাগারগুলোতে রাশিয়ান ক্রুডওয়েল প্রক্রিয়াজাত করা যেতে পারে। অতীতে একটি বেসরকারি শোধনাগার রাশিয়ান অপরিশোধিত তেল ব্যবহার করেছিল। যাই হোক, রাশিয়া নির্ভরযোগ্য ও শক্তিশালী অর্থনীতির বড় ক্রেতা দেশগুলোকে যে হারে তেল সরবরাহ করছে সেই হারে পাকিস্তানকে তেল দিতে পারে। তবে এই মূহূর্তে রাশিয়া বড় ক্রেতাদের চাহিদা পূরণে ব্যস্ত। এ ছাড়া তেল আলোচনায় রাশিয়া বরং করাচি থেকে লাহোর ও পাঞ্জাব পর্যন্ত পাকিস্তান স্ট্রিম গ্যাস পাইপলাইনের ফ্ল্যাগশিপ প্রকল্পের দিকে নজর দিতে বলেছে পাকিস্তান প্রতিনিধি দলকে।
এর আগে গত ১৩ নভেম্বর পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার বলেছিলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে পাকিস্তানের তেল কেনা আটকাতে পারবে না। আর এই তেলা আমদানিও খুব শিগগিরই সম্পন্ন হবে।
]]>




