পাকিস্তানপ্রেমী দলগুলো দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে: আমু
<![CDATA[
পাকিস্তানপ্রেমী রাজনৈতিক দলগুলো দেশে বারবার সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে ঝালকাঠিতে জেলা প্রশাসন আয়োজিত সামাজিক-সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপের নিরাপত্তা বিষয়ে আমু বলেন, ‘মণ্ডপে মণ্ডপে পাহারা দিলেই শান্তি-সম্প্রীতি রক্ষা হবে না, বরং সাম্পদায়িক শক্তিকে চিহ্নিত করে প্রতিহত করতে হবে। ভোট আসলে কারা হিন্দু-বাড়িতে হামলা ও লুটপাট করে, সম্প্রদায়িকতা সৃষ্টি করে- এই লোকগুলোকে চিহ্নিত করতে হবে।’
আরও পড়ুন: নির্বাচনের আগেই ঘরে ঘরে আ.লীগের দুর্গ তৈরি করতে হবে: আমু
জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান প্রমুখ।
সামাজিক-সম্প্রীতি সমাবেশে সব ধর্মের পাঁচ শতাধিক লোক অংশ নেন।
]]>