পাকিস্তানের দাপুটে জয়, পেছনে ফেলল বাংলাদেশ-ভারতকে
<![CDATA[
নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। মালয়েশিয়াকে কেবল ৫৭ রানে আটকে দিয়ে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বিসমাহ মারুফের দল।
সিলেটে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে মালয়েশিয়া। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করে মাত্র ৫৭ রান।
দুই ব্যাটার ছাড়া কেউ পৌঁছাতে পারেনি দুই অংকের ঘরে। ডাক মারেন চারজন। সর্বোচ্চ ২৯ রান আসে ইলসা হান্টারের ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে বল হাতে তুবা হাসান, সাদিয়া ইকবাল ওমাইমা সোহাইল দাপট দেখিয়েছেন। চার ওভারে ১৩ রান খরচায় ২ উইকেট দখলে নেন তুবা।
আরও পড়ুন: নারী এশিয়া কাপ /শ্রীলঙ্কাকে হারিয়ে শুভসূচনা ভারতের
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাটিং করতে থাকে পাকিস্তানের দুই ওপেনার। মুনিবা আলি ও সিদ্রা আমিনের উদ্বোধনী জুটি থেকে আসে ৪৫ রান। এই জুটি ভাঙেন ইজ্জাতি ইসমাইল। ফেরার আগে ২৩ বলে সিদ্রা করেন ৩১ রান।
এরপর জয়ের জন্য বাকি কাজটা সারেন মুনিবা-বিসমাহ। ৯ ওভারেই মালয়েশিয়ার রান টপকে যায় পাকিস্তান। মুনিবা ২১ ও বিসমাহ ৮ রানে অপরাজিত থাকেন। ৯ উইকেটের বড় জয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তান নারীদের। ম্যাচসেরার পুরস্কার পান তুবা হাসান।
মালয়েশিয়ার বিপক্ষে এমন সহজ জয় পাবে পাকিস্তান তা অনুমেয়ই ছিল। কারণ এই দুই দলের র্যাঙ্কিংয়ের পার্থক্যটা যে ১৭। আইসিসি র্যাঙ্কিংয়ের ২৫তম দল মালয়েশিয়া, আর পাকিস্তানের অবস্থান সাতে।
বড় জয়ে নেট রান রেটেও বিশাল এক অর্জন ঝুলিতে পুরেছে দলটি। গতকাল বাংলাদেশ ১২তম ওভারে থাইল্যান্ডকে হারিয়ে ৩.৪৪৩ নেট রান রেট, আর শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে ভারত অর্জন করে ২.০৫০ নেট রান রেট; তাতে প্রথম দিন শেষে বাংলাদেশই ছিল এশিয়া কাপের পয়েন্ট তালিকার শীর্ষে। পাকিস্তান বিশাল জয় নিয়ে টপকে গেছে দুই দলকেই। বর্তমানে দলটির নেট রান রেট ৩.৯২৮।
]]>




