পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক হারুন রশিদ
<![CDATA[
সাবেক ক্রিকেটার হারুন রশিদকে পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সোমবার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে পিসিবি বিষয়টি নিশ্চিত করে। তারা জানায়, পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে সাবেক পাকিস্তান ব্যাটার হারুন রশিদকে নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচক কমিটির বাকি সদস্যদের নাম পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।
রমিজ রাজাকে সরিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে এসে নাজাম শেঠি মোহাম্মদ ওয়াসিমকে প্রধান নির্বাচক পদ থেকে বরখাস্ত করেন। তার জায়গায় অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শহীদ আফ্রিদি। তাকে পূর্ণ মেয়াদে দায়িত্ব তুলে দিতে চেয়েছিলেন শেঠি। তবে আফ্রিদি রাজি না হওয়ায় তার জায়গায় হারুনকে দায়িত্ব তুলে দেন শেঠি।
আরও পড়ুন: বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত
হারুনকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়ার বিষয়ে নাজাম শেঠি বলেন, ‘হারুন রশিদকে অভিনন্দন জানায়। আশা করি, তিনি তার ক্রিকেটীয় জ্ঞান দিয়ে পাকিস্তানের পরবর্তী সিরিজগুলোর জন্য স্কোয়াড বাছাই করবেন।’
নাজাম শেঠির আস্থাভাজন ব্যক্তি এই হারুন। তিনি শেঠির নেতৃত্বাধীন পিসিবির ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য হয়েছিলেন। প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি ব্যবস্থাপনা কমিটি থেকে পদত্যাগ করবেন।
আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেন যারা
৬৯ বছর বয়সী সাবেক এ ক্রিকেটার পাকিস্তানের হয়ে সত্তরের দশকে ২৩টি টেস্ট ও ১২টি ওয়ানডে খেলেছিলেন। টেস্টে ৩৪ গড়ে ১২১৭ রান তার। সীমিত ওভারের ক্রিকেটে ২০.৭৫ গড়ে তার রান ১৬৬। খেলা ছাড়ার পর তিনি বিভিন্ন দায়িত্বে পাকিস্তান ক্রিকেটের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। প্রধান নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছিলেন পাকিস্তান ক্রিকেট দলের কোচ ও ম্যানেজার।
]]>