খেলা

পাকিস্তানের বিপক্ষে হারে কোটি টাকা হাতছাড়া বাংলাদেশের

<![CDATA[

সূর্যকে কেন্দ্র করে ঘুরতে ঘুরতে বহু বহু বছরে একবার একই সমান্তরালে আসে সবগুলো গ্রহ। বাংলাদেশের সামনে এসেছিল তেমনি এক মাহেন্দ্রক্ষণ। সৌভাগ্যের দরজাটা প্রায় খুলেই গিয়েছিল, বাকি ছিল কেবল এই দরজা দিয়ে শেষ চারে ঢুকে যাওয়া। গ্রুপে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো বাঘা বাঘা তিন দল আছে। তবুও বৃষ্টি, অঘটন সব কিছু মিলিয়ে বিরল এক সম্ভাবনার সামনে দাঁড়িয়েছিল লাল-সবুজের জার্সিধারীরা।

পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনাল। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আসরে, বাংলাদেশের সামনে এমন সুযোগ আগে আসেনি কখনো। এবারই এসেছিল, কিন্তু মুঠোয় পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেননি সাকিব-তাসকিনরা। 

অঙ্কের হিসাবে এবারের টি-২০ বিশ্বকাপ বাংলাদেশের সফলতম, মূলপর্বে পাওয়া গেছে দুটো জয়। যদিও সেসব জয় গ্রুপপর্ব পেরিয়ে আসা জিম্বাবুয়ে আর নেদারল্যান্ডসের বিপক্ষে। আর তাই ক্রীড়াবোদ্ধা থেকে শুরু করে সমর্থকরাও এটাকে সফলতম টুর্নামেন্ট মানতে নারাজ। 

দুই জয় ছাড়া দলের ভরাডুবিতে দলীয় ব্যর্থতা যেমন আছে তেমনি দায় আছে বিতর্কিত আম্পায়ারিংয়েরও। ভারতের বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচেও ফেক ফিল্ডিং কিংবা ভেজা আউটফিল্ডে খেলাসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে। কার্যত নকআউট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সাকিবের সেই আউটটা যেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজে আম্পায়ারিংয়ের দৃষ্টান্ত হয়েই থাকল। 

বিশ্বকাপ শুরুর আগে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ৫৭ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি প্রতিটি পর্বের জন্য থাকছে আলাদা অর্থ পুরস্কার। আইসিসির ঘোষণা অনুযায়ী, সুপার টুয়েলভে অংশ নেয়া প্রতিটি দল পাবে ৭০ হাজার ডলার, যা ৭০ লাখ টাকার বেশি। 

আরও পড়ুন: ‘বাংলাদেশের ম্যাচে বেশি ভুল সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়াররা’

সে হিসাবে বিশ্বকাপে অংশ নিয়েই ৭০ লাখের বেশি টাকা পাচ্ছে বাংলাদেশ। আর প্রতি ম্যাচ জেতার জন্য আলাদাভাবে পাচ্ছে ৪০ লাখ টাকার বেশি। সেই হিসাবে এবারের বিশ্বকাপ থেকে ১ কোটি ৫০ লাখ টাকা পাচ্ছে বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে জিতে সেমিফাইনাল নিশ্চিত হলেই টাকার অঙ্কটা কয়েকগুণ বেড়ে যেতো। 

কারণ শেষ চারের প্রতিটি দল পাবে ৪ কোটি টাকা করে। অর্থাৎ আর এক ম্যাচ জিতলেই টিম টাইগার্সরা পেত ৫ কোটি ২০ লাখ টাকা। আর তাই বলা যেতেই পারে পাকিস্তানের বিপক্ষে হারে হাতছাড়া হলো ৩ কোটি ৭০ লাখ টাকা!

এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ কোটি টাকা। রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক, অর্থাৎ ৮ কোটি টাকা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!