পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত বেড়ে ৭২
<![CDATA[
পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন কম্পাউন্ড মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরে মসজিদের ধ্বংসাবশেষ থেকে আরও নয়টি মৃতদেহ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে মসজিদের সেন্ট্রাল হলে বিস্ফোরণটি ঘটে। ওই সময় যারা জোহরের নামাজ পড়ছিলেন, তাদের ওপর ছাদ ভেঙে পড়ে।
পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, জোহরের নামাজের সময় আত্মঘাতী হামলাকারী যখন নিজেকে বিস্ফোরণ ঘটায়, ওই সময় সে সামনের সারিতে উপস্থিত ছিল।
পুলিশ জানিয়েছে, মসজিদের ইমাম সাহেবজাদা নূর উল আমিনও বিস্ফোরণে নিহত হয়েছেন। নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।
আরও পড়ুন: পাকিস্তান কি মুক্ত হবে?
আত্মঘাতী বিস্ফোরণে নিহতের ঘটনায় খাইবার পাখতুনওয়া প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান মঙ্গলবার প্রদেশে একটি দিনের শোক ঘোষণা করেছেন।
এদিকে বিস্ফোরণে আহতদের দেখতে পেশোয়ারে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম বলেছেন, বিস্ফোরণের পর আহত ১৫৭ জনকে চিকিৎসাকেন্দ্রে আনা হয়েছে।
আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। এ ছাড়া বিস্ফোরণে নিহত ৪০ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
]]>