পাকিস্তান দিয়ে শুরু বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ মিশন
<![CDATA[
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে কিছুক্ষণ পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। ভিসা জটিলতা কাটিয়ে অধিনায়ক সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দেয়ায় স্বস্তিতে টিম বাংলাদেশ। এই সিরিজ দিয়ে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি সারতে চায় দল। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮টায়।
কেমন একটা এলোমেলো অবস্থা বাংলাদেশ ক্রিকেট দলের! বাজে পারফরম্যান্সের কারণে রাসেল ডমিঙ্গোকে সরিয়ে টি-টোয়েন্টিতে টেকনিক্যাল কনসালট্যান্ট করা হয়েছে শ্রীধরন শ্রীরামকে। স্বীকৃত ওপেনাররা কেউই রান না পাওয়ায় দুই মেইকশিফট ওপেনার নীতিতে কাজ চালাতে হচ্ছে। ভিসা জটিলতায় ত্রিদেশীয় সিরিজের ট্রফি ফটোসেশনে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান থাকতে না পারায় আনুষ্ঠানিকতা সারতে হয়েছে সহ-অধিনায়ক নুরুল হাসান সোহানকে। বিশ্বকাপ ময়দানে নামার তিন সপ্তাহর কম সময় হাতে নিয়েও কতো হিসেব যেন মেলানো বাকি!
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তারপরও এই মুহূর্তে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলার সুযোগটা দারুণ। মাঠের বাইরের সবকিছু ভুলে পুরো দলের মনোযোগ বিশ্বকাপের প্রস্তুতিতে। আর ভিসা ও টিকিট জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত ম্যাচের আগের দিন ক্যাপ্টেন সাকিব দলে যোগ দিতে পারায় ড্রেসিংরুমেও বইছে স্বস্তির হাওয়া।
টি-টোয়েন্টি ফরম্যাটে সময়টা ভালো যাচ্ছেনা বাংলাদেশের। যদিও সংযুক্ত আরব আমিরাতকে হোয়াইটওয়াশ করে কিছুটা আত্মবিশ্বাস ফিরেছে ক্রিকেটারদের মাঝে। কিন্তু এবার সামনে দুই হেভিওয়েট প্রতিপক্ষ। তারপরও ক্রাইস্টচার্চের তীব্র শীতে ধাতস্থ হওয়ার চ্যালেঞ্জ। গা গরম রাখতেই কি না, সিরিজ শুরুর আগের দিন দুই বেলা অনুশীলন সেরেছে সোহান-মিরাজরা। জিমের পর ইনডোরের নেটে ব্যাটিং-বোলিংও নিয়েছে ঝালিয়ে।
পাকিস্তান শিবিরে অবশ্য ভিন্ন চিত্র। এশিয়া কাপের ফাইনালে হার, এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে সিরিজ হাতছাড়া হলেও ক্রাইস্টচার্চে ফুরফুরে মেজাজেই থাকার চেষ্টা করছে বাবর আজমের দল। বিশ্বকাপ সামনে রেখে এই ফলাফলের চেয়েও তাদের বড় মাথাব্যথা হয়তো মিডল অর্ডার ব্যাটিং। দুই ওপেনার বাবর-রিজওয়ান ছাড়া যে সেভাবে জ্বলে উঠতে পারছেনা কেউই।
আরও পড়ুন: মুশফিককে ছাড়িয়ে যাবার সুযোগ সাকিবের
এর আগে মুখোমুখি ১৫ টি-টোয়েন্টিতে মাত্র দুবার পাকিস্তানকে হারাতে পেরেছে বাংলাদেশ। তবে এবার তাদের মিডল অর্ডারের অফফর্মের সুযোগ কাজে লাগিয়ে চমক দেয়ার চেষ্টা তো করতেই পারে সাকিব বাহিনী।
]]>