পাকিস্তান সফরের জন্য ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা
<![CDATA[
আর দুদিন পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের পরের মাস অর্থাৎ ডিসেম্বরে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। সেখানে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। সেই সফরের জন্য ইংল্যান্ডের নির্বাচক প্যানেল ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে।
পাকিস্তান সফরে টেস্ট স্কোয়াডে নাম আছে লিয়াম লিভিংস্টোনের। টেস্টে অভিষেকের অপেক্ষায় এই ক্রিকেটার। আর পেসার মার্ক উডের সঙ্গে দলে ফিরেছেন বেন ডাকেট ও কিটন জেনিংস। এদিকে অলরাউন্ড পারফরমেন্স করে সারেকে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ান শিরোপা জিততে সাহায্য করেন উইল জ্যাকস। আর তাতেই পুরস্কার হিসেবে পেলেন ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকে খেলার সুযোগ।
আরও পড়ুন: রোমাঞ্চকর জয়ে সিরিজ ইংল্যান্ডের
২০১৮ সালের পর প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন লিয়াম লিভিংস্টোন। ফেরানো হয়েছে বেন ডাকেটকেও। গত মার্চের পর প্রথমবারের মতো টেস্ট দলে ফিরেছেন মার্ক উড। নভেম্বরে প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছেন স্টুয়ার্ট ব্রড। সন্তানের পাশে থাকতে তাই এই অভিজ্ঞ পেসার নেই পাকিস্তান সফরের দলে।
পাকিস্তান সফরের জন্য ইংল্যান্ড টেস্ট দল
বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, হ্যারি ব্রুক, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, বেন ফোকস, উইল জ্যাকস, কিটন জেনিংস, জ্যাক লিচ, লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, অলি পোপ, অলি রবিনসন, জো রুট এবং মার্ক উড।
]]>