পাক-ভারত দ্বৈরথ নিয়ে চড়ছে উত্তেজনার পারদ
<![CDATA[
উত্তেজনা বইতে শুরু করেছে টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। রোববারের (২৩ অক্টোবর) মহারণ সামনে রেখে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মেলবোর্ন আসতে শুরু করেছেন দল দুটির ভক্ত সমর্থকরা। ভারতীয়দের কাছে ম্যাচটি প্রতিশোধের। আর পাক সমর্থকরা বলছেন জয়ের ধারাবাহিকতা রাখবেন বাবর আজমরা।
মেলবোর্নের ভারী আকাশে শঙ্কার মেঘ। বৃষ্টি ভাসিয়ে নিতে পারে ক্রিকেটের সুপার ক্লাসিকো। তাই বলে কি হাত গুটিয়ে বসে থাকবেন রোহিত-কোহলিরা? মোটেও না। অনুশীলনে শেষ মুহূর্তেও প্রস্তুতিতে ব্যাস্ত টিম ইন্ডিয়া। মাস্টারমাইন্ড রাহুল দ্রাবিড় আঁকছেন পাকবধের ব্লুপ্রিন্ট।
প্রথম পর্ব শেষ করে বিগ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে গ্রুপ টু’র সুপার টুয়েলভ। বিশ্বকাপের রেকর্ড ম্লান করে গেলো আসরে পাকিস্তানের কাছে হেরেছে ভারত। সেই ক্ষতে প্রলেপ দেয়ার সময় এসেছে। কাছ থেকে প্রতিশোধের ক্ষণ উপভোগে মেলবোর্ন হাজির হয়েছেন ভারতীয়রা। তবে তারা আক্ষেপে পুড়ছেন বুমরাহ-জাদেজার অনুপস্থিতি নিয়ে।
আরও পড়ুন:পাক-ভারত ম্যাচ বাতিল হলে আইসিসির গচ্চা যাবে ৭০ কোটি টাকা
ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকা এক ভারতীয় সমর্থক বলেন, ‘শেষবার আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু এবার অবশ্যই পাকিস্তানকে হারাবো। আমি খুব কাছ থেকে প্রথমবারের মত ভারতের অনুশীলন দেখেছি। আর্শদিপের বোলিং কিংবা রোহিত-কার্তিকের ব্যাটিং দেখেছি। আমি মনে করি এবার অবশ্যই ভারত জিতবে।’
ভারতের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে ওয়ানডে-টেস্ট দুই সংস্করণেই। টি-টোয়েন্টির দ্বৈরথে অবশ্য এগিয়ে ভারত। বিশ্বকাপের মঞ্চেও পাকিস্তানের ওপর ভারতের নিরঙ্কুশ আধিপত্য। তবে পাকিস্তানের এই দলটা বড় মঞ্চে ক্রিকেট সুপার ক্লাসিকোর হিসেব বদলে দিয়েছে। এখন আর সেখানে একপেশে ম্যাচ বা ভারতের একক আধিপত্যের গল্প রচিত হয় না। বরং দুর্দান্ত পারফরমেন্স করে লিখছে একের পর এক জয়ের মহাকাব্য। যার সবশেষ উদাহরণ এশিয়া কাপ। এবারও তার পুনরাবৃত্তি চান সমর্থকরা।
আরও পড়ুন:ভারতের বিপক্ষে নামার আগেই সুখবর পেল পাকিস্তান
পাক-ভারত ম্যাচ দেখতে সিডনি থেকে ছুটে আসা এক পাকিস্তান সমর্থক বলেন, ‘এই ম্যাচ দেখার জন্য আমি সিডনি থেকে এসেছি। সবাই খুক আগ্রহ নিয়ে এই ম্যাচ দেখার জন্য অপেক্ষা করছে। আমরা প্রায় ৪০ জন বন্ধু এখানে এসেছি শুধু এই ম্যাচ দেখবো বলে। কারন ভারত পাকিস্তান ম্যাচ ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ।’
ভারতের মত পাকিস্তান শিবিরে নেই কোন ইনজুরি আপসেট। তবে প্র্যাকটিস সেশনে শান মাসুদের বল লেগে মাথায় চোট পাওয়া এবং পরবর্তীতে হসপিটালাইজড হওয়া নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। বাঁহাতি ব্যাটার শেষ পর্যন্ত ফিট না হলে এই জায়গায় আসতে পারে পরিবর্তন।
]]>




