পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
<![CDATA[
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে পাঁচটি ফেরি আটকা পড়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে ওই নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।
ঘাট কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৪ জানুয়ারি) রাত ৯ টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ঘন কুয়াশা পড়তে শুরু করে। নদীতে ঘন কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এ সময় নৌপথে সতর্কতার সঙ্গে ফেরির মাস্টাররা ফেরি চালান। তবে রাত সোয়া ৯টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করে। এ সময় ফেরি চলাচলের জন্য বিকনবাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। পরে রাত সাড়ে ৯টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
আরও পড়ুন: জেঁকে বসেছে শীত, সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস
এ সময় তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে আটকা পড়ে পাঁচটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে শত শত যানবাহন।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল ফের স্বাভাবিক হবে।
]]>