Feni (ফেনী)আইন-আদালতফেনী সদরসর্বশেষ

পাঠানবাড়ী এলাকায় ছাত্র ধর্ষণের ঘটনায় শিক্ষক গ্রেফতার

শহর প্রতিনিধি :

ফেনী শহরের পাঠানবাড়ী এলাকার রিসালাতুল কোরআন মাদরাসার ১০ বছরের এক ছাত্রকে বলৎকারের অভিযোগে গতকাল মঙ্গলবার রাতে মাদরাসা শিক্ষক শাহআলমকে গ্রেফতার করেছে পুলিশ। শাহআলম ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার মাওহা ইউনিয়নের বীর আহম্মদপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর সূত্র জানায়, গত রবিবার গভীর রাতে শিক্ষক শাহআলম মাদরাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে মাদরাসার গোপন কক্ষে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। শিশুটি গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা মঙ্গলবার বিকালে ফোন করে পরিবারকে জানায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা মাদরাসায় ছুটে গেলে জানতে পারে শিশুটির প্রচন্ড রক্তক্ষরণ হয়। তারা ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শাহআলমকে গ্রেফতার করে।

নির্যাতনের শিকার শিক্ষার্থীর মা রাশেদা আক্তার জানান, ঘটনার পর তার ছেলেকে সুকৌশলে পশ্চিম রামপুর এলাকার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এরপর সুস্থ হলে ছেলেকে পুনরায় মাদরাসায় পাঠানো হয়। পরদিন তার বাবা আবদুর রহিম মাদরাসায় ছেলেকে দেখতে গেলে ঘটনা জানাজানি হয়। এ ঘটনায় তিনি বাদি হয়ে শাহআলমকে আসামী করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ফেনী মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন ছাত্র ধর্ষনের ঘটনায় মামলা ও অভিযুক্ত শাহআলমকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!