পাঠানবাড়ী এলাকায় ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের স্বীকারোক্তি
শহর প্রতিনিধি :
ফেনী শহরের পাঠানবাড়ী এলাকার রিসালাতুল কোরআন মাদরাসার ১০ বছরের এক ছাত্রকে বলৎকারের ঘটনা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন অভিযুক্ত শিক্ষক শাহআলম। একইসাথে নির্যাতনের শিকার ছাত্রের জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: আকতারুজ্জামানের আদালতে শাহআলমকে হাজির করা হয়। তিনি ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে মাদরাসায় ওই ছাত্রের সাথে ঘটে যাওয়ার ঘটনার বর্ণনা দেন তিনি। এরপর তাকে ফেনী জেলা কারাগারে প্রেরণ করা হয়। শাহআলম ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার মাওহা ইউনিয়নের বীর আহম্মদপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে। একইদিন নির্যাতনের শিকার ছাত্রের কাছ থেকে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়।
প্রসঙ্গত; রবিবার রাতে মাদরাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে মাদরাসার গোপন কক্ষে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে শিক্ষক শাহআলম। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেফতারের পর পরিবারের পক্ষ থেকে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়।