বিনোদন

‘পানিতে বিষ না দিয়ে গুলি করে মারুন’

<![CDATA[

বান্দরবানের লামায় রাবার বাগান কোম্পানি ক্ষুদ্র নৃগোষ্ঠী ম্রো ও ত্রিপুরাদের ভূমি দখলের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম সচেতন জুম্ম ছাত্র সমাজ। এ সময় প্রতিবাদের পাশাপাশি ভূমিদস্যুদের শাস্তির দাবি জানান তারা।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় ‘পানিতে বিষ না দিয়ে গুলি করে মারুন’ লেখা পোস্টার নিয়ে প্রতিবাদ করতে দেখা যায় তাদের। 

এ সময় বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম সচেতন জুম্ম ছাত্র সমাজ রাঙামাটি জেলার সভাপতি মেনন চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা ও হিল উইমেন’স ফেডারেশনের সাধারণ সম্পাদক শান্তিদেবী তঞ্চঙ্গ্যা। মানববন্ধনে লিখিত বিবৃতি পাঠ করেন রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী প্রেনঙি ম্রো।

আরও পড়ুন: ভূমি অপরাধ প্রতিরোধ আইনের উদ্দেশ্য ভূমি বিবাদের দ্রুত নিষ্পত্তি

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা বলেন, ‘বান্দরবানের লামা উপজেলাধীন সরই ইউনিয়নে রাবার বাগান কোম্পানি ম্রো ও ত্রিপুরাদের ভোগ দখলীয় ৪০০ একর জমি বেদখল করে রেখেছে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদের পাঁয়তারা করছে। স্থানীয়দের উচ্ছেদ করতে খাবার পানির উৎস ঝিরিতে বিষ মেশানো হয়েছে। আমরা দখলকারী এ ভূমিদস্যুদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি।’

আরও পড়ুন: একদিকে ভূমি দখল অন্যদিকে অধিগ্রহণের ক্ষতিপূরণ ছাড়াই প্রকল্প নির্মাণ

মানববন্ধন থেকে ছাত্রনেতারা লিখিত বিবৃতির মাধ্যমে বেশকিছু দাবি জানান। সেগুলো হলো: অবিলম্বে রাবার ইন্ডাস্ট্রির মালিকদের অবৈধ লিজ বাতিল করতে হবে। জুম ভূমিতে অগ্নিসংযোগকারী ও ঝিরিতে কীটনাশক ছিটানোতে যারা জড়িত, তাদের যথাযথ শাস্তি দিতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে। ভূমি সমস্যা নিরসনের জন্য পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন দ্রুত কার্যকর করতে হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবিও জানানো হয়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!