পানির ট্যাংকে স্ত্রীর মরদেহ, পলাতক স্বামী
<![CDATA[
চট্টগ্রামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসার ছাদের পানির ট্যাংকে মরদেহটি পাওয়া যায়। স্ত্রীকে খুন করে পানির ট্যাংকে ফেলে স্বামী পালিয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (৫ নভেম্বর) বন্দরটিলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বন্দরটিলা এলাকাটি নগরীর ইপিজেড থানাধীন।
বন্দরটিলা এলাকায় স্বামী-সন্তান নিয়ে থাকতেন সর্জিনা আক্তার (২০)। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল এলাকায়। সর্জিনা আক্তারের স্বামী হাসান নির্মাণ শ্রমিকের কাজ করেন।
আরও পড়ুন: নরসিংদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নগর পুলিশের সহকারী কমিশনার মাহমুদুল হাসান বলেন, দুই দিন আগে সাত মাস বয়সী সন্তানকে বাড়িওয়ালার কাছে রেখে যান হাসান। স্ত্রী যখন ঘরে আসবে তখন শিশুটি নিয়ে যাবে বলে বের হয়ে যান তিনি। শুক্রবার (৪ নভেম্বর) স্ত্রী নিখোঁজ উল্লেখ করে সাধারণ ডায়রি করেন হাসান।
তিনি আরও জানান, শনিবার (৫ নভেম্বর) দুপুরে ছাদের পানির ট্যাংক থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এদিকে মরদেহ উদ্ধারের আগে থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান স্বামী হাসান। পুলিশের ধারণা, দুই দিন আগেই সর্জিনার মৃত্যু হয়েছে।
]]>




