খেলা
পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
<![CDATA[
পাবনার সাঁথিয়ার ঢাকা-পাবনা মহাসড়কের শোলাবাড়িয়ায় বাসের ধাক্কায় মন্টু শেখ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মন্টু শেখ সাঁথিয়া উপজেলার চড়পাড়া এলাকার জয়নুদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মন্টু শেখ নিজ গ্রাম চরপাড়া থেকে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে ওঠার সময় পাবনা থেকে ঢাকা অভিমুখী সরকার ট্রাভেলসের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন: পটুয়াখালীতে ট্রাক চাপায় পথচারী নিহত
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
]]>