পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চীনা শ্রমিকের মৃত্যু
<![CDATA[
পটুয়াখালীতে নির্মাণাধীন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের চুল্লি থকে পড়ে জাও সুয়ে পাঙ্গ (৫২) নামের এক চায়না শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে নির্মাণাধীন আরপিসিএল বিদ্যুৎ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের পর বেশ কিছু চাইনিজ ও বাঙালি শ্রমিক বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের চুল্লিতে (৮৬ ফুট উপর) কাজ করছিলেন। এ সময় হঠাৎ জাও সুয়ে পাঙ্গ সেখান থেকে নিচে পড়ে যায়। তবে অন্যান্য শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নরসিংদীতে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
শ্রমিকদের অভিযোগ, কাজ করার সময় তার সেইফটি বেল্ট ছিল না বলেই এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তিনি কী কারণে মারা গেছেন, তা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। আমরা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তথ্য উদঘাটন করব।
]]>