খেলা

পারমাণবিক হামলার আশঙ্কায় আবারও হুঁশিয়ারি পুতিনের

<![CDATA[

পারমাণবিক হামলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ার করলেন রুশ প্রেসিডেন্ট। এদিকে রাশিয়া ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে বলে আবারও অভিযোগ তুলেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এর মধ্যেই অব্যাহত রুশ হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের মানুষ এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। খবর সিএনএনের।

রুশ হামলার পর আগুন জ্বলতে দেখা যায় দোনেৎস্কের অনেক এলাকায়। শুক্রবার (০৯ ডিসেম্বর) রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের বাড়িঘরে আগুনের এ ঘটনায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হন। হামলায় একটি গ্যাস স্টেশন ও একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ ছাড়া আলাদা বোমা হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় দোনেৎস্কের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও।

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার অব্যাহত হামলায় বিভিন্ন শহরের মানুষ এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, পূর্বাঞ্চলীয় দনবাসের পরিস্থিতি ক্রমাগত অবনতিই হচ্ছে। তবুও ইউক্রেনীয় সেনারা প্রতিরোধ গড়তে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান জেলেনস্কি।

এদিকে রাশিয়া ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে বলে আবারও অভিযোগ তুলেছে যুক্তরাজ্য। একই অভিযোগ যুক্তরাষ্ট্রেরও। তবে তেহরান ও মস্কো বিষয়টি অস্বীকার করেছে।

আরও পড়ুন: অব্যাহত রুশ হামলায় দোনেৎস্কে নিহত ১০

এর মধ্যেই পারমাণবিক হামলা হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো হুঁশিয়ার করলেন রুশ প্রেসিডেন্ট। পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় বর্তমান পরিস্থিতি নিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশও দেন তিনি।

শুক্রবার (০৯ ডিসেম্বর) কিরগিজস্তানে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ওয়াশিংটনের চেয়ে অত্যাধুনিক হাইপারসনিক অস্ত্র মস্কোর রয়েছে বলে মন্তব্য করেছেন। এ সময় বেলারুশের রাজধানী মিনস্কে জার্মানি এবং ফ্রান্স, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে অস্ত্রবিরতি চুক্তি করে পরবর্তীতে রাশিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেন পুতিন।

আরও পড়ুন: পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়ছে, কিন্তু আমরা পাগল নই: পুতিন

এদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে রাশিয়ার ওপর কানাডার নিষেধাজ্ঞার আরোপের পর এবার দেশটির ওপরও পাল্টা নিষেধাজ্ঞা দিলো মস্কো। কানাডার সরকারি-বেসরকারি অন্তত ২০০ কর্মকর্তার ওপর দেয়া হয় এ নিষেধাজ্ঞা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!