পার্কে বেড়াতে গিয়ে নদে পড়ে শিশুর মৃত্যু
<![CDATA[
রংপুর নগরীর বিনোদনকেন্দ্র প্রয়াস পার্কে বেড়াতে গিয়ে নদে পড়ে হৃদয় (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর ঘাঘট নদে পড়ে ওই শিশুর মৃত্যু হয়।
মৃত শিশু হৃদয় নগরীর পারবতীপুর মহল্লার নুর আলমের ছেলে।
এলাকাবাসী জানান, বন্ধুদের সঙ্গে বিকেল ৪টার দিকে হৃদয় সেখানে বেড়াতে যায়। নদের পাশে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল; এক পর্যায়ে সে নদে নামতে গিয়ে হঠাৎ পা ফসকে গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় উপস্থিত কয়েকজন নদে নেমে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি।
আরও পড়ুন: পিরোজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরে রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে খবর দিলে একটি ডুবুরি দল সেখানে যায়। দেড় ঘণ্টার চেষ্টার পর উদ্ধার করে তাকে রংপুর মেডিকেলে নেয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ইনচার্জ রিপন ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামি। তবে উদ্ধারের পরেই শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত হই। এরপরেও শিশুটিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
]]>