পার্সেল প্রতারক চক্রের প্রধান ৩ দিনের রিমান্ডে
<![CDATA[
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পার্সেল প্রতারক চক্রের প্রধান বিপ্লব লস্করকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম শান্ত ইসলাম মল্লিক এ আদেশ দেন।
গত ৫ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব লস্করসহ ১১ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, গুলি, একটি ম্যাগাজিন, ২৮টি মোবাইল, একটি কম্পিউটার, ৪৯১টি এটিএম কার্ড, ২৬টি চেকবই, তিনটি ওয়্যারলেস পকেট রাউটার, একটি প্রাইভেটকার, সাড়ে তিন লাখ জাল টাকা, নগদ ১১ লাখ ৩৫ হাজার টাকা ও ২৬৩টি সিমকার্ড জব্দ করা হয়।
আরও পড়ুন: গৃহবধূ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আপিলে খালাস
এ ঘটনায় মিরপুর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। গ্রেফতার বিপ্লবের বিরুদ্ধে মোহাম্মদপুর, খিলক্ষেত ও কাফরুল থানায় মানি লন্ডারিংয়ের মামলা রয়েছে।
]]>