পাসপোর্ট জটিলতায় প্রবাসীরা, স্বজনদের মানববন্ধন
<![CDATA[
বয়স জটিলতায় পড়ে ইতালি ও ফ্রান্সে থাকা প্রবাসী বাংলাদেশিরা পড়েছেন চরম সংকটে। এতে চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন অর্ধলাখ রেমিটেন্স যোদ্ধা। দেশে থাকা স্বজনরা পাসপোর্ট সংশোধন করতে অধিদফতরে বছর ধরে ঘুরলেও কোনো সমাধান না পাওয়ার অভিযোগ।
বয়স সংশোধনের দাবিতে রোববার (১৬ অক্টোবর) রাজধানী আগারগাঁও পাসপোর্ট অধিদফতরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীদের স্বজনরা।
স্বজনদের অভিযোগ, পাসপোর্ট জটিলতার কারণে তাদের প্রবাসী স্বজনরা না পাচ্ছে কোনো নাগরিক সুবিধা কিংবা চিকিৎসা সেবা, এমনকি তারা দেশে ফিরতেও পারছে না। চাকরি হারিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের। তাছাড়া মাসের পর মাস বেতন আটকে থাকায় তারা অর্থনৈতিকভাবে চরম দুর্ভোগে পড়েছেন।
আরও পড়ুন: ঢাকা পাসপোর্ট অফিস এখনো দালালের আখড়া
এ বিষয়ে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু সময় সংবাদকে জানান, কয়েক মাস আগেই বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। মন্ত্রণালয়ের পরিপত্র জারির অপেক্ষায় আছেন তারা।
এদিকে দাবি পূরণ না হলে আগামী রোববার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রবাসী শ্রমিকদের পরিবারগুলো।
]]>




